সহমরণ

২ আগষ্ট ১৮২৩ | ১৯ শ্রাবণ ১২৩০

১৪ শ্রাবণ সোমবার চাতরা গ্রামনিবাসি ষটপঞ্চাশদ্বংসরবয়স্ক রামধন বাচস্পতি নামে এক ব্রাহ্মণ মরিয়াছেন তাহার পঁয়ত্রিশ বৎসরবয়স্কা স্ত্রী তৎসহগামিনী হইতে উদ্যত হইলে তাহার আত্মীয়বর্গেরা ও রাজসম্পর্কীয় লোকেরা নানা প্রকার নিবারণ করিল কিন্তু ঐ স্ত্রী সে সকল কথা কোন মতে গ্রাহ্য করিল না। পর দিন প্রাতঃকালে মোং চাতয়ার ঘাটে সহমৃতা হইলেন।

তথ্যসূত্র: সংবাদপত্রে সেকালের কথা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *